জেপিনিউজ২৪ ডটকম:
মিরপুর টেস্টে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় আইরিশরা। তবে সেই ধাক্কা সামলে এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে সফরকারীরা। প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করলেন অভিষিক্ত হ্যারি টেক্টর। হাফ সেঞ্চুরি করেছেন আরেক ব্যাটার লরকান টাকারও। এগিয়ে চলছেন সেঞ্চুরির দিকে।
এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ২০৬। ৯০ রান নিয়ে ব্যাট করছেন লরকান টাকার এবং ৩৩ রান নিয়ে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৫৬ রান করে আউট হয়েছে হ্যারি টেক্টর। দ্বিতীয় দিনের শেষের দিকে যেভাবে উইকেট ফেলতে পেরেছিলো বাংলাদেশ, সেভাবে উইকেটের দেখা পাচ্ছে না তৃতীয় দিনে। প্রথম সেশনে একমাত্র সাফল্য এসেছে শরিফুল ইসলামের হাত ধরে। দ্বিতীয় সেশনে দ্বিতীয় সাফল্যের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়েছেন হ্যারি টেক্টর।
দ্বিতীয় দিন শেষ বিকেলে দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের ঘূর্ণীতে দ্বিতীয় দিন বিকেলেই ১৩ রানে ৪টি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্রুত ৪ উইকেট হারানোর কারণে আইরিশদের সামনে ইনিংস পরাজয়ের শঙ্কাই তৈরি হয়েছিলো সবচেয়ে বেশি।
জেপিনিউজ২৪ ডটকম/শ