জেপি নিউজ ২৪ ডটকমঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘বাঁধ যখন ভেঙে যায় তখন তা তৈরি   করার সুযোগ থাকে না। বাংলাদেশের  মানুষের  বাঁধ ভেঙে গেছে। এই  বাঁধ  রোধ করার শক্তি কারো নাই।আওয়ামী পুলিশেরও নেই, আওয়ামী সন্ত্রাসীদেরও নেই, সমস্ত দেশে আজ গণ জোয়ার  সৃষ্টি হয়েছে।

শনিবার(২৫ ফেব্রুয়ারি)দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ আরও বলেন,‘  আওয়ামীলীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। পরাজিত হয়েছে বলেই পুলিশের সাহায্য নিতে হচ্ছে। সন্ত্রাসীদের সাহায্য নিতে হচ্ছে। পরাজিত হয়েছে বলেই আজ গুম  খুন হত্যা মিথ্যা মামলার  আশ্রয় নিতে হচ্ছে। তা না হলে একটি রাজনৈতিক দল কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছে না ।

জেলা বিএনপি সভাপ‌তি আফ‌রোজা খান রিতার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর,  সহ সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ  সহ অন্যান্যরা।

এসময়  জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড: জামিলুর রশিদ খান, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান,সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ শহরের ম‌ডেল হাই স্কুল প্রাঙ্গন থে‌কে জেলা বিএনপি পদযাত্রা শুরু করে।শেষ হয় বান্দু‌টিয়া বাজা‌রে গি‌য়ে ।