অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোড়ের নিজ বাসায় পরিবারে ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি নিজেই প্রকাশ করেছেন তিনি।

বিয়ের বিষয়ে তানজিকা বলেন, এতদিন সবসময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পেয়েছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বিয়ের পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তার।  জানা গেছে, অভিনেত্রী তানজিকা বর অস্ট্রেলিয়া প্রবাসী। তার নাম সাইফ বাসুনিয়া। ২০১৮ সালে সাইফের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী তানজিকার।

অভিনেত্রী বলেন, আমাদের  শুধু আকদ হয়েছে। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনি। তাকে বিয়ে করব এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল।

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। একযুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। কয়েক বছর টিকে ছিল সেই সংসার।

জেপি/নি-৭/প