একই দিনে মুক্তি পেয়েছে ‘সোনিক দ্য হেজহগ ৩’ ও ‘মুফাসা: দ্য লায়ন কিং’। দুটিই বেশ ভালোই সারা ফেলেছে বক্স অফিসে। কিন্তু ‘সোনিক দ্য হেজহগ ৩’ ছবিটি অনেক বেশি ভালো ফলাফল করেছে আয়ের দিক থেকে। হলিউড রিপোর্টারদের তথ্য অনুযায়ী ওপেনিংয়ে সিনেমাটি ৬২ মিলিয়ন ডলার আয় করেছে।

অন্যদিকে ‘সোনিক দ্য হেজহগ ৩’ এর সাফল্যের কারণে ডিজনির নতুন সিনেমা ‘মুফাসা: দ্য লায়ন কিং’-কে বেশ চাপে ফেলে দিয়েছে। অনেক আশা জাগানো এই ছবিটি ওপেনিংয়ে মাত্র ৩৫ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে।

তবে এটিকে খারাপ বলা যাবে না। ‘সোনিক দ্য হেজহগ ৩’ এর থেকে পিছিয়ে থাকলেও ডিজনি সামগ্রিকভাবে বেশ ভালো ব্যবসা করছে।

'সোনিক ৩' ভালো করবে সেটা আশা করা হয়েছিল। তবে ছবিটি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। সেগা ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিবার ও সাধারণ দর্শকদের কাছে মুফাসার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে।

জেপি/নি-২৩/প