বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমাশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়।
এর আগে, সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সোমবার এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ লঙ্ঘন হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
জেপি/নি-৩/এমএইচ