মো. সোহাগ হোসেন, শার্শা, (যশোর):
যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল পৌরসভায় ৯ টি ওয়ার্ডে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বেনাপোল পৌরসভা চত্বরে সাত দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।
এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ'র বাবা আব্দুর জব্বারের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩০ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আজ মঙ্গলবার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের ২৭১২ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে
এ সময় আরে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দিন আহম্মেদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও পৌর এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
জেপি/নি-৩/প