বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের বর্বর হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে হামলার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নেওয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
অপর এক আইনজীবী বলেন, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে।
জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করে। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। একপর্যায়ে তারা আইনজীবী আলিফকে তুলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে চিন্ময় কৃষ্ণ দাসের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
জেপি/নি-২৭/এমএইচ