কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় কালিকাপুর এলাকার গেটম্যান বিহীন রেলক্রসিং দিয়ে অটোরিকশা দিয়ে পার হবার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে করে ঘটনা স্থলেই চার জনের মৃত্যু হয়। পরে একজনকে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত তিন।
তিনি আরও জানান, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি ব্যবস্থা নেবেন।
জেপি/নি-২৬/প