শরিফুল গণি উসমানি, গবি:
গেল বছর ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) এবারও শিরোপা জয়ের লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। আগামী ৩০ নভেম্বরের ম্যাচে অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়টি।
গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চল (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা) থেকে আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো নকআউট পদ্ধতিতে খেলবে। গবি ঢাকা অঞ্চলের 'গ্রুপ-এফ'-এ খেলছে, যেখানে রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর দুপুর ২:৩০ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ১৮ তম ম্যাচের (জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি) বিজয়ী দলের মুখোমুখি হয়ে প্রথম ম্যাচ খেলবে গবি। প্রতিটি গ্রুপের সেরা দল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা।
জেপি/নি-২০/প