শরিফুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে একটি কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঘিওর সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম।

এ সময় কারখানা মালিককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে এ কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলানো হচ্ছিল। এতে কৃষিজমি ও পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল কুরসি,পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকসহ ঘিওর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সিসা গলানোর কারখানা পরিচালনা করে আসছিল। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

অন্যদিকে আজ দুপুরে ঘিওর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালিত হয় । অভিযানে ২.৭ কেজি পলিথিন জব্দ করে ১৫শত টাকা জরিমানা আদায়সহ সচেতনতামূল লিফলেট বিতরণ করে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

জেপি/নি-২০/এমএইচ