টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)'র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের আইডিইবি জেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি মেহদী খাঁনের সভাপতিত্বে আয়োজিত শোভাযাত্রার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বেলুন ও পায়রা উড়ানোর পর শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডার্ণ মার্কেটের সামনে আইডিইবি জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিইবি'র জেলা সভাপতি মেহদী খাঁন, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুলসহ অন্যরা। সভায় বক্তারা আইডিইবি'র বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সত্যজিত রায়, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর মোখলেসুর রহমানসহ সংগঠনের সদস্য ও ডিপ্লোমা প্রকৌশলী এবং জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে। বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ।

সভায় বক্তারা আরও বলেন, এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য এবং ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এ সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ৫০ শতাংশ পদোন্নতি হয়নি। আন্দোলন ছাড়া আমাদের দাবি পূরণ করা সম্ভব নয়।

এ সময় ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধার জন্য বিগত দিনে এ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আহতদের জন্য সুস্থতা কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেপি/নি-১৮/এমএইচ