প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ ২৪ ঘন্টায় ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহেশপুরের মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মানব পাচারের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও অভিযান জোরদার করা হয়। অভিযানকালে ২৪ ঘন্টায় এক দালালসহ ৩৬ জনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।
উল্লেখ্য শুধু নভেম্বর মাসেই অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ১১৪ জনকে বিজিবি আটক করেছে।
জেপি/নি-১৩/এমএইচ