অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর):

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসল ও সবজির বীজসহ সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এই সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় রবি মৌসুমে চাষের জন্য উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসল ও সবজির বীজসহ সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও এরুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার, উপজেলা হিসাবরক্ষক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।

অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর এলাকাসহ সাত ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি ফসলের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় চাষের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে। এতে আগামীতে উপজেলায় এসব ফসল ও সবজির চাষ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

জেপি/নি-১২/এমএইচ