‘বাংলাদেশে ন্যায্য জ্বালানি রূপান্তর: নাগরিক দাবি’’ রংপুরের মানববন্ধন

আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

‘‘বাংলাদেশে ন্যায্য জ্বালানি রূপান্তর: নাগরিক দাবি’’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে ডপসের উদ্যোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডপসের প্রোগ্রাম অফিসার (অ্যাকশন-৮) নাজিয়া ইয়াসমিন, নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, সোস্যাল ওয়ার্কার নাজিম উদ্দিন সরকার সুমন, ইউথ লিডার এনামুল হক, আব্দুল খালেক প্রমূখ।

সমাবেশে বক্তারা ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা’ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং এ সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দিকনির্দেশকের ভূমিকা পালন, প্রস্তাবিত ‘জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা’র ভিত্তিতে ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে আইনি কাঠামো ও বিধিমালা প্রণয়ন, ২০৩০ সালের মধ্যে জাতীয় পর্যায়ে মোট ব্যবহার্য জ্বালানি ৩০ শতাংশ, ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ১০০ শতাংশ নবায়নযোগ্য ও সবুজ জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা তৈরিসহ ১৪ দফা নাগরিক দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।

জেপি/নি-১০/প