মো. খোকন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় জেলা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শিমরাইলকান্দি গ্রামের সদর-বিজয়নগর সড়ক এলাকা থেকে এক ছাত্রলীগের নেতা ও রামরাইল এবং পৌর এলাকা হতে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো. হাসান উদ্দিন (৫৩) নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য, মো. সেলিম (৬১) সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মরহুম আল-মামুন সরকার এর সমর্থক এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, মো. ইসরাইল মিয়া (৫০) পৌরশহরের বিরাসার ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সেক্রেটারি। মোরসালিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। তিনি জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ জনকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেপি/নি-১০/এমএইচ