স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে শিবালয়ে কর্মচারীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬৭ লাখ টাকার সিগারেট লুটে নেওয়ার ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির ৪০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ।

গ্রেফতার মোহাম্মদ আলী (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার আউটবাগ গ্রামের আছমত আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, সিসি ক্যমেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দল ধরতে মাঠে নামে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে বেনসন, গোল্ডলিফ, লাকি ষ্ট্রাইকসহ কয়েকটি ব্র্যান্ডের ৪০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। ডাকাতির ঘটনার সাথে মোহাম্মদ আলীর ভাইসহ বেশ কয়েকজন আত্মীয়স্বজন জড়িত বলে জানা গেছে।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫ টি ডাকাতির মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে। বাকি মালামাল উদ্ধার ও বাকিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান পুলিশ সুপার।

এর আগে, গত ২৮ অক্টোবর রাতে শিবালয় উপজেলার বরংগাইল রুমি ফিলিং স্টেশনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউটরের গোডাউনে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ফিলিং স্টেশন ও গোডাউন কর্মচারীদের হাত-পা বেধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬৬ লাখ ৯৫ হাজার ৯৬৩ টাকার সিগারেট লুটে নেয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল ইমতিয়াজ মাহবুব, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ও ওসি (তদন্ত) মুজিবুর রহমান।

জেপি/নি-৬/এমএইচ