মো. সোহাগ হোসেন, শার্শা, (যশোর):

বিস্ফোরক মামলার আসামী যুবলীগ নেতা তাজউদ্দিন কে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাজউদ্দীনের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি।

গ্রেফতারকৃত তাজউদ্দীনকে প্রথমে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এরপর তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন (ওসি) ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশ কালে পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ জন আসামি গ্রেফতার হয়েছে।

এদিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অপরাধীরা অনেকেই পালাচ্ছেন। তবে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশলে ভারতে পালিয়ে যাচ্ছে।

জেপি/নি-৬/প