রহিদুল ইসলাম, রাজশাহী:
সকল প্রশাসনিক পদ থেকে স্বৈরাচার আওয়ামী দোসরদের অনতিবিলম্বে অপসারণ এবং শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট নাগরিক পার্লামেন্ট বাংলাদেশের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতি শিক্ষাবিদ মুকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, অরাজনৈতিক সংগঠন নাগরিক পার্লামেন্ট বাংলাদেশের সদস্য উম্মে নকিব।
মানববন্ধন থেকে জানানো হয়, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো আওয়ামী দোসররা বহাল তবিয়তে আছে। ফলে এখনও নিরপেক্ষতা বজায় রেখে কাজ হচ্ছে না। এটি বহাল থাকায় পূর্বের ন্যায় কাজ এখনও অব্যাহত আছে, তাই অনতিবিলম্বে তাদের অপসারণ করতে হবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি কার্যক্রম চালু আছে যা মেধার যোগ্যতা রাখে না। জাতি মেধাশূণ্য হয়ে পড়বে। এগুলো দূর করতে হবে। এছাড়াও শিক্ষার বিভিন্ন সেক্টরে আওয়ামী শাসন আমলের কর্মকর্তারা যারা আছে, তাদের দূর করার দাবি জানানো হয়।
জেপি/নি-৫/এমএইচ