আল আমিন, রংপুর:
রংপুর পীরগঞ্জের চাঞ্চল্যকর রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড এবং এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই আদেশ দেন।
রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মন্ডল (৪০)। এ ঘটনায় পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ তদন্ত করে তিন জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।
স্বাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক অভিযুক্ত আঃ রশিদ ওরফে নান্নু মন্ডল ও হারুন মন্ডলকে মৃত্যুদণ্ড এবং মোঃ আকমল হোসেন (৪০)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এসময় আসামীরা আদালতের হাজত খানায় উপস্থিত ছিলেন।
জেপি/নি-৩/এমএইচ