রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা-সহ রঞ্জিত কুমার (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদককারবারি রঞ্জিত কুমার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের কুরান চায়-এর ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২ নভেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রাম হতে বিকাল তিনটার দিকে অভিযান চালিয়ে রঞ্জিত কুমার নামে এক মাদককারবারিকে ৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ শনিবার দুপুর আড়াইটায় টায় গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা ডিবি পুলিশ জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন চাপাল গ্রামস্থ বায়তুল সালাম জামে মসজিদের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী নির্দেশে ওসি, ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ. দুপুর আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে।
এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই তারিখ দুপুর ০২:৫৫ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত রঞ্জিত কুমার-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজে মোড়ানো পলিথিন দ্বারা আবৃত একটি পোটলায় সুতলি দিয়ে বাঁধা অবস্থায় ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মাইনুল ইসলাম (৩৫), পিতা: মো: আইয়ুব আলী, সাং-হরিপুর নলপুকুর, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর, রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।।
জেপি/নি-৩/প