স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে কমিশন না করার প্রতিবাদে আগামী রবি ও সোমবার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসাথে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।
শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।
দ্রুত সময়ে মধ্যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে বলে যোগ করেন তিনি।
জাকারিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাবি শিক্ষার্থীরা কেউই এখন আর এ অধিভুক্তি চাইছেন না। আমরা সাত কলেজের শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিলের আন্দোলনে রয়েছি। এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি, হঠাৎ করে ঢাবি অধিভুক্তি বাতিল করে দিয়ে সাত কলেজকে পেছনের দিকে ঠেলে দেওয়ার দুরভিসন্ধি হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, সাত কলেজের শিক্ষার্থীরা এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত যেকোনো মূল্যে প্রতিহত করে দেবে।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। সাত কলেজ নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
জেপি/নি-২/এমএইচ