শরিফুল গণি উসমানি, গবি:
দীর্ঘ ১০ বছর পর চতুর্থ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। সমাবর্তনের তারিখ ঘোষণা ছাড়াই নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর স্থবির হয় বহুল প্রতিক্ষীত এই সমাবর্তনের প্রস্তুতি। অবশেষে সমাবর্তনের সম্ভাব্য সময় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
তিনি জানান, ছাত্র জনতার আন্দোলন এবং সরকার পতনের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয় অস্থিরতা। দেশের এমন অস্থিতিশীল অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক স্থগিত রাখা হয় দেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর স্থগিতকৃত সমাবর্তন আয়োজনের কার্যক্রম পুনরায় শুরু করেছে। জানুয়ারি-ফেব্রুয়ারী (সম্ভাব্য) মাসেই আয়োজিত হবে গবির চতুর্থ সমাবর্তন।
তবে, সমাবর্তন নিবন্ধনের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি বা কোনো নোটিশ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এ নিয়ে সমালোচনার ঝড়।
সমাবর্তনের প্রস্তুতিকার্য স্থবির হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নঈম বলেন, গত ১০ বছর ধরে গবিতে সমাবর্তন হচ্ছে না। অবশেষে চতুর্থ সমাবর্তন আয়োজনের ঘোষণা আসে৷ দুই ধাপে নিবন্ধনের মেয়াদ বাড়ানো হলেও কবে নাগাদ হবে এই সমাবর্তন সেই সংলাপের অন্ত মিলছেনা। ব্যক্তিগতভাবে আমি এই সমাবর্তন নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে আমাদের জন্য এক সফল সমাবর্তনের আয়োজন করবে৷
জানা যায়, পূর্বে বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনে অংশগ্রহণযোগ্য যে শিক্ষার্থী তালিকা প্রেরণ করা হয়েছিলো তা বাতিল করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নতুন শিক্ষার্থী তালিকা প্রেরণের নির্দেশনা দিয়েছে ইউজিসি। পাশাপাশি সমাবর্তন আয়োজনের কার্যক্রম পুনরায় শুরু করতে প্রশাসনকে সমাবর্তনের নতুন সম্ভাব্য তারিখ, নতুন শিক্ষার্থী তালিকা এবং স্থান উল্লেখ করে ফিরতি চিঠি পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
এ সমাবর্তনে এপ্রিল-২০১৪ থেকে অক্টোবর-২০২৩ সেমিস্টার পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, জানুয়ারি-২০১৪ থেকে জানুয়ারি-২০২৪ সেশন পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং আগষ্ট-২০১৭ থেকে নভেম্বর-২০২২ সেশন পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও জানুয়ারি-২০২৪ সেশনের পর যে একটি সেশনের শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তাদের তালিকাও নতুন তালিকায় যুক্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান।
এছাড়াও সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতঃপূর্বেই সমাবর্তন নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। নতুন করে সময়সীমা বাড়ানো হবে না। ইউজিসি কর্তৃক চিঠি পেয়েই সমাবর্তনের কার্যক্রম পুনরায় শুরু করছে প্রশাসন। তবে, সমাবর্তনের চূড়ান্ত তারিখ নির্ধারণ হলে নিবন্ধনের জন্য আবার সুযোগ দেওয়া হবে।
এর আগে, গত ২ মে থেকে শুরু হয় গবির চতুর্থ সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া। এরপর অন্তত দুই দফায় নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়। গত ১ আগস্ট দ্বিতীয় দফায় নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার মাধ্যমে সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হোসেন বলেন, 'সমাবর্তনের সকল প্রাথমিক প্রস্তুতিই আমাদের সম্পন্ন ছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সমাবর্তন আয়োজন করতে বিলম্ব হয়েছে। ইউজিসি থেকে পুনরায় সমাবর্তন আয়োজনের বিষয়ে জানানো হয়েছে। প্রশাসন পুনরায় কার্যক্রম শুরু করেছে। আশাকরি শিক্ষার্থীদের জন্য আমরা একটি সফল সমাবর্তনের আয়োজন করতে পারবো।'
জেপি/নি-২/এমএইচ