আল মোজাহিদ বাবু, জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্টাফরা এই কর্মসূচি পালন করে। দুপুরে হাসপাতাল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে  হাসপাতালে গিয়ে শেষ করে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজিজুল হক ও বিএসসি মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাবের সাইফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকের উপর এই হামলা হয়েছে। এসময় হামলার ঘটনায় মূল অভিযুক্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা ।

তিনি আরো বলেন,  দ্রুত গ্রেপ্তার না করে হলে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রাজপথে নামতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  নারী চিকিৎসকের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ৮ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

জেপি/নি-৩১/এমএইচ