রহিদুল ইসলাম, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

সোমবার ভোর ৪টার দিকে গোদাগাড়ী  উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার আজিজুল হকের ছেলে।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, সোমবার ভোর ৪টার দিকে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর নামক জায়গায় এক মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাদককারবারি আরিফুলকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আরিফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত হিরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেপি/নি-২৯/এমএইচ