গাইবান্ধা, প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ির আমলাগাছি গ্রামে শনিবার বিকেলে চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।পরে ওই মাঠেই স্থানীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ফুটবল খেলার প্রথম দিনের শুরুতে আমলাগাছি ও পলাশবাড়ি দল অংশ গ্রহন করে। খেলা উদ্বোধন করেন ওয়ালটন এর ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মওদুদ পারভেজ মামুন এবং এস এম জোবায়ের আলম চৌধুরী।
খেলা উপলক্ষে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলের খেলার মাঠে জমায়েত হন।
ওয়ালটন বাংলাদেশ এর সহযোগিতায় এই ফুটবল প্রতিযোগিতায় রংপুর,গাইবান্ধা ,পলাশবাড়ি ,সাদুল্লাপুর সহ বিভিন্ন স্থান থেকে ১৪ টি দল ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেন । প্রথম দিনের খেলায় আমলাগাছি এবং পলাশবাড়ি উপজেলা দল অংশ নেয়। তাদের মধ্যে ০-১ গোলে পলাশবাড়ি দল আমলাগাছি দলকে হারিয়ে বিজয়ী হয় । পরে লাঠিখেলায় অংশ নেন আমরাগাছি এবং পলাশবাড়ি উপজেলা দল। লাঠিখেলা ও ফুটবল খেলা দেখতে গ্রামের শতশত নারী পুরুষ মাঠে জমায়েত হন । ফুটবল খেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত
জেপি/নি-২৭/প