আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

রংপুরে ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে ভুক্তভোগী তিস্তা পাড়বাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, শিক্ষার্থী রায়হান ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের পানি আটকে রাখা ও না জানিয়ে ছেড়ে দেওয়ার কারণে বারবার

ক্ষতির সম্মুখীন হতে হয় তিস্তা পাড়ের মানুষদের। খরার সময় পানি না দেয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। আবার বর্ষা মৌসুমে হঠাৎ করে না জানিয়ে পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে। উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহা পরিকল্পনা। বিগত সরকার কয়েকবার আশ্বাস দিলেও ১৬ বছর ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন করতে পারেনি। মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।

জেপি/নি-৩০/


জেপি নিউজে জনপ্রিয়