প্রতিনিধি, মানিকগঞ্জ:

মধ্যযুগের মানবতাবিরোধী জঘন্য অপকর্ম দাসপ্রথার আধুনিক সংস্করণ 'মানব পাচার' বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে এবং মানব পাচার রোধে মানিকগঞ্জে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন করেছে বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার বেতিলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান ।

সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প "আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত পুরুষ ও নারীর জন্য" এর আওতায় ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মানব পাচার সচেতনতা তৈরিতে “আগুন পাখি” শিরোনামে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় এবং পরবর্তীতে এই প্রামাণ্য চিত্র থেকে একটি বিশেষ কুইজের আয়োজন করা হয়। কুইজে পূর্ণ নম্বর পাওয়া ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আয়োজকরা।

এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. কামরুল হাসান বলেন, মানিকগঞ্জ বরাবরই একটি অভিবাসন প্রবণ এলাকা। এই অঞ্চলের মানুষ অন্য যেকোনো পেশার চেয়ে অভিবাসনকে বেশি গুরুত্ব দেয়। বিপুল পরিমাণ মানুষ মধ্যপ্রাচ্যে যায়। প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায় এবং বেশিরভাগই অসচেতনতার অভাবে প্রতারণার শিকার হয়। এর মধ্যে প্রচুর পাচারের ঘটনাও থাকে তা অনেকেরই অজানা। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইন আয়োজনের ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তারা তাদের পরিবার ও আশেপাশের মানুষদের সচেতন করতে পারবে। নিজেরাও ভবিষ্যতে সতর্ক পদক্ষেপ নিতে পারবে বলে আমি মনে করি।

রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রোগ্রাম অফিসার গোলাম রব্বানী বলেন, মানিকগঞ্জ সারাদেশের মধ্যে মানব পাচারের অন্যতম উৎসস্থল হিসেবে চিহ্নিত। এখানে একাধিক মানব পাচারকারী চক্র সক্রিয়। ফলে এই জেলায় প্রচুর মানব পাচারের ঘটনা ঘটেছে এবং ঘটছে। আমরা আমাদের প্রকল্প থেকে মূলত মানব পাচার সচেতনতা ও প্রতিরোধে কাজ করছি। জেলায় মাঠ পর্যায়ে সচেতনতা তৈরি ও মানবপাচার প্রতিরোধে আমরা সাংস্কৃতিক বিভিন্ন টুলস নিয়ে সামনে আরও ব্যাপক আকারে কাজ শুরু করতে যাচ্ছি। পাশাপাশি এই স্কুল ক্যাম্পেইন কর্মসূচিও চলমান থাকবে।

ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর সাইফুল হোসেন এবং উজ্জল মিয়া। বেতিলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোছা. শেফালি আক্তার, সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম ফারুক, মো. আবু বক্কর সিদ্দিক।

জেপি/নি-৩০/প


জেপি নিউজে জনপ্রিয়