আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়ন কাজিপাড়া গ্রামের কল্পনা বেগমকে একই এলাকার মো. জাহাঙ্গীর (৪০), মো. শাকিল (২২), মোছা. ফিরোজা বেগমের (৪০) বিরুদ্ধে বেধরক মারপিট করার অভিযোগ উছেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কল্পনা বেগমকে তার বাড়ির নিকটস্থ কাজীপাড়া বাজারে যাওয়ার সময় জাহাঙ্গীর’র হুকুমে পথরোধ করিয়া এলোপাথাড়ি মারপিট ও বিভিন্ন স্থানে জখম করে।

তাদের হাতে থাকা চুল কাটা মেশিন দিয়ে মাথার চুল কাটিয়া দেয়। এ সময় হত্যার উদ্দেশ্যে গলা টিপিয়া ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। এমতাবস্থায় মাকে বাঁচাতে কল্পনা বেগমের ছেলে সাহেব আলী দৌড়ে এলে তাকেও মারা হয়।

নিজেকে ও ছেলেকে বাঁচাতে কল্পনা বেগম তখন চিৎকার করে, তার চিৎকার শুনে আশেপাশের অনেক লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করিয়া। আহত অবস্থায় বদরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে কল্পনা বেগম বলেন, আমার ও আমার ছেলের ওপর হামলাকারী জাহাঙ্গীরের এর বিচার চাই। তারা বরাবরই আমাদের ওপর হুমকি দিচ্ছে। এ বিষয় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান কবির জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইননুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেপি/নি-২৯/প