অনুষ্ঠিত হয়ে গেল এবছরের অন্যতম মর্যাদাপূর্ণ আইফা অ্যাওয়ার্ড। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসেছিল আইফা অ্যাওয়ার্ডস ২০২৪ এর আসর।
এতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জওয়ান' ছবির অভিনেতা শাহরুখ খান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির জন্য রানি মুখার্জি। সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল'।
চলুন দেখে নেওয়া যান পুরস্কারের পুরো তালিকা:
- সেরা সিনেমা: অ্যানিমেল
- সেরা অভিনেতা: শাহরুখ খান (জাওয়ান)
- সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
- সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া ( টুয়েলভথ ফেল)
- সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল)
- সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
- সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল)
- সেরা গল্প: রকি অউর রানি কি প্রেম কাহানি
- সেরা গল্প (অ্যাডাপ্টেড): টুয়েলভথ ফেল
- সেরা সংগীত পরিচালনা: অ্যানিমেল
- সেরা সংগীতশিল্পী (পুরুষ): ভুপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
- সেরা সংগীতশিল্পী (নারী): শিল্পা রাও (ছলেয়া, জাওয়ান)
- সেরা গীতিকার: সিদ্ধার্থ গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)
জেপি/নি-২৯/প