প্রতিনিধি, গাইবান্ধা:

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এই কর্মসুচি পালন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে সনাক, গাইবান্ধার সহযোগিতায় সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহম্মেদ, অধ্যাপক মাজহারুল মান্নান, সনাকের এরিয়া ম্যানেজার মাসুদ রানা, অধ্যাপক জহুরুল কাইয়ুম সাংবাদিক আফরোজা লুনা, আফতাব হোসেন, মেহেদী হাসান, আশরাফ আলী, সাংস্কৃতিককর্মী শিরিন আকতার, শিক্ষক শাহজাদী হাবিবা সুলতানা পলাশ, কনা খাতুন, জেমি আকতার, নাহিদ হাসান সহ অন্যরা। পরে একটি সাইকেল র‌্যালী ডিসি অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে।

সভায় বক্তারা বলেন, নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে এদেশের অজেয় ছাত্র তরুন প্রজন্মকে জনগনের মাঝে নতুন বাংলাদেশ নির্মাণে অভূতপূর্ব প্রত্যয়ন সঞ্চারিত করেছে। তথ্য প্রবাহ নিশ্চিতের মাধ্যমে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক, সুশাসিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে সেই প্রত্যয়েরই অবিচ্ছেদ্য অংশ।

বক্তারা আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহের কথা বলা হলেও তা শুধু কাগজেই রয়ে গেছে। তথ্য চাইতে গেলে নানা অজুহাত দেয়া হয়। সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তারা বদলী জনিত কারণে তথ্য পাওয়া জটিলতার সৃষ্টি হয়। বিশেষ করে সাধারন মানুষ সরকারী নিয়মানুযায়ী তথ্য চাইতে গেলে পড়তে হয় হয়রানীর মধ্যে। সে কারনে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন সাধারন মানুষ।

জেপি/নি-২৯/এমএইচ