গাইবান্ধা জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ

প্রতিনিধি,গাইবান্ধা:

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক  নির্বাচনে ভোট গ্রহণ চলছে।আজ শুক্রবার উৎসব মুখর পরিবেশে জেলা শহরের  বিয়াম ল্যাবরেটরী স্কুলের ১৪টি বুথে সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহণ  বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৫ হাজার ৬ শত ৫০ জন শ্রমিক তাদের ভোটাধিকার  প্রয়োগ করবেন।

নির্বাচনে সভাপতি ১টি পদের ২ জন, কার্যকরী সভাপতি ১টি পদের  ৪ জন,সহ সভাপতি ১টি পদের  ৬ জন,সাধারণ সম্পাদক ১টি পদের ২ জন,সহ সাধারণ সম্পাদক ২টি পদের  ৪ জন,অর্থ সম্পাদক ১টি পদের  ৪ জন,সাংগঠনিক সম্পাদক ১টি পদের  ৩ জন,সড়ক সম্পাদক ২টি পদের  ৬ জন, দফতর সম্পাদক ১টি পদের ৩ জন,প্রচার সম্পাদক ১টি পদের  ৩ জন,ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ১টি পদের ৩ জন ও কার্যকরী সদস্য ৪টি পদের১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ১৭টি পদের জন্য ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. সাদরুল আলম।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মনজুর আলম মিঠু, রফিকুল ইসলাম, শাহজালাল সরকার খোকন, মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, এম.এইচ মানিক, হাসিবুর রহমান লাবু ও এত্তাজুল ইসলাম।

জেপি/নি-২৭/প