লেবাননের সশস্ত্র গোষ্টি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত সোমবার থেকে লেবাননে দেশটির হামলায় নিহত বেড়ে ৭০০ ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার।
গত বছরের ৯ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলাও বাড়তে থাকে। সম্প্রতি লেবাননে বিস্ফোরক ডিভাইস ব্যবহার বরে বড় ধরনের হামলা চালানো হয়। এই হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামললায় নিহত ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯২ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা বেশ কয়েক জন ইসরায়েলি আহত হয়েছেন।
এ বিষয়ে হোয়াইট হাউস বলেছে, লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সঙ্গে ‘সমন্বিত’ ছিল। তবে ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জেপি/নি-২৭/প