ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ অন্যতম শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলায় ৬ জন নিহত হয়েছেন যেখানে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার রয়েছেন।

কুবাইসি গত প্রায় ৪০ বছর হিজবুল্লাহ অন্যতম শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র,রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

২০০০ সালে ইসরায়েলের মাউন্ট ডোভ অভিযানে ৩ ইসরায়েলি সেনাকে অপহরণ করে হত্যা করেছিল হিজবুল্লাহ, সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কুবাইসি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেছে হিজবুল্লা গত ২৪ ঘণ্টায় রকেট হামলা বাড়িয়েছে। এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৫০ শিশু ও ৯৪ জন নারীসহ অন্তত ৫৬৯ জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন অন্তত ১ হাজার ৮৩৫ জন।

জেপি/নি-২৫/প


জেপি নিউজে জনপ্রিয়