লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৯২-তে পৌঁছেছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৩৫ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় হাজারের বেশি মানুষ।

সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।

এদিকে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদরেই বলেছেন, হামলার আগে লেবাননের এসব বাসাবাড়ির বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

এদিকে সোমবার প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’

অন্যদিকে ইসরায়েলের এ হামলার কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইতোমধ্যে ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

জেপি/নি-২৪/এমএইচ


জেপি নিউজে জনপ্রিয়