লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও চার শতাধিক।

সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত ও আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্য কর্মীরাও রয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর “আমাদের যে লক্ষ্য, তা অর্জিত না হওয়া পর্যন্ত” এই হামলা চলবে।

গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।

জেপি/নি-২৩/এমএইচ


জেপি নিউজে জনপ্রিয়