ইরানের তাবাস কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে  ৫১ জনে। দেশটির গণমাধ্যম জানিয়েছে বছরে দেশটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

ইরানের সরকারি বার্ত সংস্থা আইআরএনএ জানিয়েছে, পূর্ব ইরানের তাবাস খনিতে বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যু বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর আগে নিহতের সংখ্যা ছিল ৩০ জন। এতে করে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ হিসেবে জানা গেছে মিথেন গ্যাসের লিকেজ।  দক্ষিণ খোরাসান প্রদেশের ওই কয়লা খনিতে এ সময় প্রায় ৭০ শ্রমিক ছিলেন। এটির মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম মাদানজু।

 দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছে, উদ্ধারকারী দল গুলো বাকি মরদেহ গুলো উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।

ইনানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবং ঘটনার ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন।

জেপি/নি-২৩/প


জেপি নিউজে জনপ্রিয়