প্রতিনিধি, গাইবান্ধা:
শিক্ষা দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় ছাত্রসমাবেশ ও র্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বর একটি র্যালি শহর প্রদক্ষিণ করে পৌর পার্ক চত্বরে এসে শেষ হয়।
পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান আলোচক ছিলেন কমরেড আহসানুল হক সাঈদ,কমরেড নিলুফার ইয়াসমীন শিল্পী, কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী সহ অন্যরা।
বক্তারা বলেন, ছাত্রছাত্রীরা আজ নানা সমস্যার মুখে পড়েছে। তাদের শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে ছাত্রদের উপকরণের দামও পিছিয়ে নেই । ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘদিন থেকেই চলে আসছে। কোনো সরকারই ছাত্রদের সমস্যার কথা নিয়ে ভাবনা নেই । মেধাবী ছাত্ররা চড়া দামের কারণে স্কুলের গণ্ডি পার হতে তাদের গরু ছাগল বিক্রি করে দিতে হচ্ছে।
উন্নত শিক্ষার কথা ভাবতে গেলে অভিভাবকদের স্বাভাবিক জীবন থেকে সরে এসে ছাত্রদের পড়ালেখা ও বইখাতা কিনতেই সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। তাই ছাত্রদের ব্যয় বহুল পড়ালেখার দিকটা হাতের নাগালে রেখে শিক্ষার্থীদের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
জেপি/নি-১৭/এমএইচ