বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, এমনটাই মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই।

একইসঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ‘একে অপরের ওপর নির্ভরশীল’। আমাদের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে। আমাদের জনগণের মধ্যেও সম্পর্ক ভালো। আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। সেসময় এস জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে বলেছিলেন, শেখ হাসিনা ‘খুব স্বল্প নোটিশে’ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালানোর অনুমতি চেয়েছিল। নিজের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দিতে চায় ভারত সরকার। তারপর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছে।

জেপি/নি-১৭/এমএইচ


জেপি নিউজে জনপ্রিয়