মাদারীপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনির আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চ বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন ব্যস্ত সড়কে বিক্ষোভ মিছিল করে সাবেক ও বর্তমান ছাত্ররা। একাধিক নারী কেলিংকারী, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অপসারণ দাবী করেন শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বহিরাগত লোকজন নিয়ে বিদ্যালয় দখল করতে আসছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিভাবকেরাও ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের সাথে যোগ দেন।

এসময় প্রধান শিক্ষকের একনায়কতন্ত্র ও শৈরচারীতা, অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও বিক্ষোভ করেন।

এ সংবাদ পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আন্দোলনকারীদের দাবরি কথা শোনেন এবং তাদের শান্ত করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সাথে সাক্ষাৎ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।

সহকারী প্রধান শিক্ষক সুভাষচন্দ্র কবিরাজ বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এবং তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। তবে আমি ও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও তার অপসারণ চাই।

প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোবাইলে বলেন, আমার বিরুদ্ধে কি হচ্ছে তা আমি সাক্ষাতে বলবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, অভিযোগ টি জেলা প্রশাসক মহোদয়ের বরাবর পাঠানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

জেপি/নি-৯/প