আব্দুল্লাহ আল আমিন, রংপুর:

অভিভাবকহীন হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে পরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষে এই দাবি জানান ডা. মো. রিয়াজ শরীফ লিমন (পাঠান) ও ডা. মো. আশফাক আহমেদ।

তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পদায়িত পরিচালক যোগদান না করায়, দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে, আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা প্রদান অসম্ভব হয়ে পড়েছে। ডা. মো. জাফরুল হোসেনকে গত ২২ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ করা হলেও অদ্যাবধি তিনি যোগদান করেননি। ফলস্বরূপ ১৬ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অভিভাবক শূন্য রয়েছে। এ শূন্যতাকে কাজে লাগিয়ে পূর্ববর্তী দালাল সিন্ডিকেট চক্র আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রদান এবং রোগীদের চিকিৎসা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

তারা আরো বলেন, সাধারণ রোগীর পাশাপাশি গত জুলাই এর বিপ্লবে আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা প্রদানেও ব্যাঘাত ঘটছে। তাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ চিকিৎসক ও রোগীদের স্বার্থে একজন সৎ, দক্ষ ও আদর্শবান পরিচালক দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ এবং মেডিকেলের দালাল সিন্ডিকেট উৎখাতে অন্তর্বর্তীকালীন সরকার এর সুদৃষ্টি কামনা করছি।

এসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জেপি/নি-৮/এমএইচ