আব্দুল্লাহ আল আমিন,রংপুর :

রংপুর বিএসটিআইয়ের আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৪৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর বিএসটিআই কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ৪ সেপ্টেম্বরও বিকেলে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে নাগেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৪০ মিলি এবং অকটেনে ৫০ মিলি কম পাওয়া যায়, মেসার্স এস আর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ২১০ মিলি কম পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৫ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেসার্স উত্তরা ফিলিং স্টেশনে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়, কিন্তু তেলের মান সম্পর্কে অভিযোগ থাকায় পরীক্ষণের জন্য তেলের নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে উপজেলার কাছারী পায়রাডাঙ্গায় অবস্থিত  নজরুল টেলিকম নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করায় একই আইনে ৩ হাজার টাকা জরিমানা ও একই স্থানের আয়েশা আদিবা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অনুমোদন বিহীনভাবে  বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাল বস্তাজাত করা এবং পাটের বস্তা ব্যবহার না করে পলিব্যাগের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান। এ সময় উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

জেপি/নি-৫/প