জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করতে কনসার্টের আয়োজন করা করেছে বিশ্ববিদ্যালটির মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টের টিকিট মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।
আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশনা করবেন, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশে, আর্ট অব হ্যাভেন,শেফার্ড, এ.কে. রাহুল এন্ড জ্যাং ব্যান্ডদল।
কনসার্টের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৭ আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছি।
জেপি/নি-২৬/প