কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে ছেলে-মেয়েদের কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

রোববার (৭ জুলাই) গণভবনে বাংলাদেশের যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচিত সভায় এ মন্তব্য করেন সরকার প্রধান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিলের আন্দোলন হচ্ছে। কোটা বন্ধ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টে রা বহাল কজ হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলে মেয়েরা আন্দোলন করছে। এর কোনো যৌক্তিকতা নেই।

অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগ সব সময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ের কাজ করেছে এই সংগঠনটি।

সেই সাথে প্রধানমন্ত্রী মহিলা লীগের কর্মীদের পেনশন স্কিমে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

জেপি/নি-৭/প

 


জেপি নিউজে জনপ্রিয়