প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি দল থেকে সরে দাঁড়ানোরও ঘোষাণা দিয়েছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর শুক্রবার সরকারি বাসভবন থেকে বিদায়ী ভাষণে কনজারভেটিভ পার্টির নেতা এই ঘোষণা দেন। খবর রয়টার্স।

এ সয়ম দুঃখ প্রকাশ করে ঋষি সুনাক বলেন, এ পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। দল নতুন নেতা পেয়ে গেলেই পদ ছেড়ে দেব বলেন সুনাক।

তিনি বলেন, সব কনজারভেটিভ প্রার্থী, কর্মী ও সমর্থকদের যারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের বলছি-আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এ ফলাফলের পর আমি টোরি নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। গত ১৪ বছরে সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুরর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ন।

জেপি/নি-৫/প

 


জেপি নিউজে জনপ্রিয়