ইউরো কাপের জমজমাট শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় স্লোভেনিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে ১২০ মিনিটের খেলায় গোলের দেখা পায়নি কোন দল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তার।
স্লোভেনিয়ার নেওয়া তিনটি শট একে এক ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে পর্তুগালের নেওয়া তিন শটেই গোল করেন রোনালদো, ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা। আর তাতেই কোয়ার্টার ফাইনালে পা রাখে রোনালদোর পর্তুগাল।
এর আগে, ম্যাচ শুরুর পর থেকেই স্লোভেনিয়াকে চেপে ধরে পর্তুগাল। বেশির ভাগ সময়ই বল ছিল তাদের পায়ে। ১৫ মিনিটে ক্রস বল ডি বক্সের মধ্যে পেয়েও কাজ লাগাতে পারেনি রোনালদো। ৩২ মিনিটে রাফায়েল লেয়া বক্সের বাইরে ফাউলের শিকার হন। তবে রোনালদোর ফ্রি কিকে বল ক্রসবার ঘেঁষে চলে যায়। প্রথমার্ধে গোলের জন্য পর্তুগালের নেওয়া পাঁচ শর্টের একটিও গোলের দেখা পায়নি। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যতে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে পেনাল্টিতে গোল করা সুযোগ পয়েছিল পর্তুগাল। তবে সেই পেনাল্টি কাজে লাগোতে পারেননি দলের সবচেয়ে বড় তাড়কা ক্রিশ্চিয়ানো রোনালদো।
নির্ধারিত সময় পর দুই দলেরই গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায় না কোনো দল।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানেই দৃঢ়তার পরিচয় দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়াগো কস্তার। স্লোভেনিয়ার নেওয়া তিনটি শট একে এক ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে পর্তুগালের নেওয়া তিন শটেই গোল করেন রোনালদো, ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা। আর তাতেই কোয়ার্টার ফাইনালে পা রাখে রোনালদোর পর্তুগাল।
ইউরোর ইতিহাসে দিয়াগো কস্তাই একমাত্র গোল রক্ষক যিনি ট্রাইব্রেকারে তিনটি গোল ঠেকিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেন।
জেপি/নি-২/প