বর্তমান যুগ স্মার্টফোনের যুগ। এই স্মার্টফোনে বেশ কিছু সুবিধা আছে তার মধ্যে একটি হলো আপনি আপনার ইচ্ছা মতো ফোনের ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর আপনি যদি চান তাহলে বাইরের আলোর সঙ্গে প্রয়োজন মতো ফোনের ব্রাইটনেস কমবে বাড়বে।

তবে সারাক্ষণ ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখা বিপদের কারণ হতে পারে। বাজারে পাওয়া যার কিছু ফ্ল্যাগশিপ ফোন ৬,০০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। তবে এই উজ্জ্বলতা আমাদের স্মার্টফোনের উজ্জ্বলতা দ্রুত বাড়িয়ে দেয়।

কিন্তু যদি ফোন দ্রুত গরম হতে শুরু করে তাহলে ম্যানুয়ালি স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ঠান্ডা রাখতে হবে। অত্যধিক উজ্জ্বলতা শুধু ফোনটিকে যে গরমই করে তা নয় বরং এর ব্যাটারিও দ্রুত শেষ করে দেয়।

এছাড়া ফোন গরম হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। ফোনে বেশিক্ষণ গেম খেললে স্মার্টফোন খুব গরম হয়ে যেতে পারে। বিশেষ করে যদি গরম ঘরে বা বাড়ির বাইরে অর্থাৎ সরাসরি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে কেউ গেম খেলেন তাহলে ফোন দ্রুত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে এবং ফোনের আয়ু বাড়াতে ফোনে কিছু সময় অন্তর বিরতি দিয়ে ফোন ব্যবহার করা উচিত। এতে করে ফোন দ্রুত গরম হওয়া থেকে রক্ষা পাবে।

জেপি/নি-১৩/প

 


জেপি নিউজে জনপ্রিয়