বিশ্বকাপের ২৫ ম্যাচে ভারতকে ১১১ রানের লক্ষ্য দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের পিচে এমন রানও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ভারতকে শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল স্বাগতিকরা। তবে এই সব চ্যালেঞ্জ পার করতে ভারতে যে কতটা অভিজ্ঞতা তা তো কারোই অজানা নয়।
দেখেশুনে খেলেই ১০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। আর এই জয়েই টানা তৃতীয় জয়ে শীর্ষে থেকে সুপার এইটও নিশ্চিত হয়ে গেছে তাদের।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তুলেছিল ১১০ রান। টস হেরে ব্যাট করতে নেমে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল যুক্তরাষ্ট্র। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। ২ উইকেট হারিয়ে ৬ ওভারের পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্র তুলতে পারে মাত্র ১৮ রান।
সেখান থেকে ওপেনার স্টিভেন টেলর আর পরে নিতিশ কুমার ও কোরি অ্যান্ডারনের ব্যাটে লড়াকু স্কোর পায় স্বাগতিকরা। টেলর ৩০ বলে ২৪ নিতিশ ২৩ বলে ২৭ আর অ্যান্ডারসন ১২ বলে করেন ১৫ রান।
ভারতের হয়ে অর্শদীপ সিং ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট শিকার হার্দিক পান্ডিয়ার
১১১ রানের লক্ষ্যে ব্যাাট করতে নেমে ১৫ রানের মধ্যে দলের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলি ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০), রোহিত করেন ৬ বলে ৩।
এরপর রিশাভ পান্তু ২০ বলে ১৮ করে আউট হন। তবে সূর্যকুমার যাদব আর শিভাম দুবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি, জিতিয়েই মাঠ ছেড়েছেন। সূর্য ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ আর দুবে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
জেপি/নি-১৩/প