উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে গ্রিসের অলিম্পিয়াকোস। গ্রিস ক্লাব ফুটবলে দারুণ এক মাইলফলক। গ্রিসের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় বড় কোনো শিরোপা জিতলো অলিম্পিয়াকোস।

গতকাল বুধবারের এই ম্যাচকে সামনে রেখে দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে যে ধরনের আগ্রহ, উদ্দীপনা ও তীব্রতা ছিল, সে হিসেবে ম্যাচটি তেমন জমজমাট হয়নি। ম্যাচে গোলের দেখা পাওয়া মুশকিল হয়ে পড়েছিল। মনে হচ্ছিল, দারুণ এই ম্যাচে গোল অধরাই থেকে যাবে।

মূল সময়ে তো গোল হয়নি, এমনকি অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও গোলশূন্য থেকেই শেষ হতে যাচ্ছিল। তখন মনে হয়েছে, টাইব্রেকারের মাধ্যমেই শিরোপা নির্ধারিত হবে। তবে শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে দর্শকরা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (১১৬ মিনিটে) গোল করে অলিম্পিয়াকোস। এই এক গোলেই ইতিহাস গড়ে ফেলেছে গ্রিসের ক্লাবটি। গোলটি করেন আইয়ুব আল কাবি। কনফারেন্স লিগে এনিয়ে ১১ গোল করলেন মরক্কোর এই তারকা ফুটবলার।

জেপি/নি-৩০/প