আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে হার। পরের ম্যাচে জিতলেও এরপর টানা ৬ ম্যাচে কোনো জয় নেই। এরপর টানা ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখলো কোহলিরা। শনিবার চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু। প্লে-অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে ২০০ রানের মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে। সেটাই করে দেখান বোলাররা। ২৭ রানের এই জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় ১৪। চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার নিশ্চিত হয় কোহলিদের। আর তাতেই শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।
দুইদলের জন্যই এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। এমন ম্যাচে টস জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় চেন্নাই। বেঙ্গালুরুর ব্যাটারদের সকলেই দারুণ করেছেন। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। চেন্নাই বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর দুটি এবং তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে রাচিন রাবিন্দ্রা ৩৭ বলে ৬১ রান করলেও ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। ১৩ বলে ২৫ রান করেন মহেন্দ্র সিং ধোনি। ৭ উইকেটে ১৯১ রানে থামে চেন্নাই। হেরে যায় ২৭ রানে। শেষ ২ বলে রবিন্দ্র জাদেজা যদি ১০ রানও নিতে পারতেন, তাহলে চেন্নাইকে বিদায় নিতে হতো না। কিন্তু জাদেজা দুটি বলই খেললেন ডট। কোনো রানই নিতে পারলেন না। আর তাতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়ের।
জেপি/নি-১৯/প