আব্দুল্লাহ আল আমিন, রংপুর:
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন'র (বিপিএইচসিডিওএ) রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিপিএইচসিডিওএ'র আয়োজনে রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ হামিদুল হক খন্দকার (এমপি), অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ'র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এবিএম আবু হানিফ, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী। রংপুর বিভাগীয় কমিটির সভাপতি (বিপিএইচসিডিওএ) অধ্যাপক ডাঃ সৈয়দ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব সামসুর রহমান কোয়েলের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ মঈনুল আহসান, সিনিয়র সহ সভাপতি ডাঃ এবিএম হারুন, কোষাধ্যক্ষ ডাঃ খন্দকার রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোকাদ্দেস আলী মজুমদার, নির্বাহী সদস্য লুৎফুল আযম রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ৬৫ ভাগ চিকিৎসাসেবা আসে বেসরকারি প্রতিষ্ঠান হতে। এখানে কিছু ভুল থাকলেও স্বচ্ছতাই বেশি। কোথাও একটা রোগী মারা গেলে খোঁজ না নিয়ে সকলে প্রতিষ্ঠানের ভুল বলে আখ্যায়িত করে কিন্তু বাস্তব চিত্র অন্য হতে পারে সেটা জানতে হবে। লাইসেন্স এর ক্ষেত্রে অনেক সমস্যা হয় তা সহজ করতে হবে।
রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, তিনি অনেক আন্তরিক তাই আমাদের এই পর্বের পর সকলে মিলে বসে সমস্যাগুলো আলোকপাত করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সরকারকে অবহিত করা হবে। যা বাস্তবায়ন করবে বলে আমরা মনে করি।
বিভাগীয় সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও রংপুরে সকল জেলা সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং রংপুর নগরীর সকল প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেপি/নি-১৮/এমএইচ